• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইফতার না দেওয়ায় শ্বশুর-শাশুড়ি-স্ত্রীকে পেটালেন জামাই

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২১, ১৮:৫৩
Ramadan, Hit, Mother in Law
আরটিভি নিউজের সংগৃহীত ফাইল ছবি

পটুয়াখালীতে শ্বশুরবাড়ি থেকে রমজান মাসের ইফতার না দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে মারধর করেছেন মো. সফিক নামের এক ব্যক্তি।

গেল রোববার (১৮ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে উপজেলার নীলগঞ্জ হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্বশুর আফসের আলী (৬৫), শাশুড়ি রাহিমা বেগম (৫০) ও স্ত্রী আখি বেগম (২১)।

আখি বেগম বলেন, গত বছর ১৫ এপ্রিল হাজিপুর গ্রামের আবু সাজিদের ছেলে সফিকের সঙ্গে আমার বিয়ে হয়। বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে মৌসুমি ফল এবং শীতকালীন রুটি-পিঠা ও হাঁসের মাংস না পাঠানোর কারণে আমাকে নির্মম নির্যাতন করত। রোববার বাবার বাড়ি থেকে রমজান মাসের ইফতার না দেওয়ায় আমাকে মারধর করেন সফিক। বিষয়টি আমি মা-বাবাকে জানালে তারা বাড়িতে আসে। বাড়িতে প্রবেশ করা মাত্রই শাশুড়ি আমার বাবা-মায়ের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সফিক চেয়ার দিয়ে এলোপাথাড়ি আমাদের মারধর শুরু করেন।

এ বিষয়ে অভিযুক্ত সফিক বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানি না।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমরা জানি না। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
আরটিভিতে আজ যা দেখবেন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
X
Fresh