• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়-ঢাকা সবজি পরিবহনে চালু হলো বিশেষ ট্রেন

আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৯:২২
পঞ্চগড়-ঢাকা সবজি পরিবহনে চালু হলো বিশেষ ট্রেন
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের এই পরিস্থিতিতে কৃষিপণ্য ও জরুরি মালামাল পরিবহনে পঞ্চগড়-ঢাকা রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু হয়েছে।

আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এ ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত শাকসবজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে এই ট্রেন সার্ভিসে। প্রথম দিন স্থানীয় চার সবজি ব্যবসায়ী তিন মেট্রিক টন শসা, টমেটো, বেগুন ও শুকনা মরিচ পাঠান।

পঞ্চগড় রেল বিভাগ সূত্রে জানা যায়, এ ট্রেন প্রতি শনি, সোম ও বুধবার কৃষিপণ্য পরিবহনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলবে। ট্রেনটি দুপুর ১টায় পঞ্চগড় স্টেশন ছাড়বে এবং ঢাকা পৌঁছাবে রাত ৩টায়।

অপরদিকে রোব, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে পার্সেল নিয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে। ঢাকা থেকে পার্সেল ট্রেন ছাড়ার সময় সকাল ৬টা এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৮টায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
X
Fresh