• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রী কার্যালয়ের মানবিক সহায়তা পেলো পাঁচ শতাধিক পরিবার

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৭:১৬
প্রধানমন্ত্রী কার্যালয়ের মানবিক সহায়তা পেলো পাঁচ শতাধিক পরিবার
প্রধানমন্ত্রী কার্যালয়ের মানবিক সহায়তা পেলো পাঁচ শতাধিক পরিবার

মহামারি কোভিড-১৯ সমস্যা কোনও সমাজ বা রাষ্ট্র ভিত্তিক নয়, এইটা একটি গ্লোবাল সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী। সোমবার (১৯ এপ্রিল) সকালে রাঙামাটি জেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো নগদ পাঁচশত টাকা, চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার।

পবণ চৌধুরী বলেন, সারা পৃথিবী এই সমস্যাটির সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় আমরাও এই সমস্যার মোকাবেলা করছি।

চট্টগ্রাম টি কে গ্রুপের সৌজন্যে রাঙামাটি সার্কিট হাউসের প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে মানবিক সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন, রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
ফের আসছে করোনা
X
Fresh