• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হেফাজতের ভাঙচুরের মামলায় জাপা নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৬:৫৫
হেফাজতের ভাঙচুরের মামলায় জাপা নেতা গ্রেপ্তার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতে ইসলামের সমর্থকদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আবদুর রউফকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুলকে অবরুদ্ধ করার পর হেফাজতের সমর্থকদের হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। অপরদিকে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় অপর মামলাটি করেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন।

সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড চেয়ে রউফকে আদালতে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
X
Fresh