• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা নদীর পাশে মিলল ৫০ মণ জাটকা

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৩:০৫
50 mana jatka was found near the river Padma
পদ্মা নদীর পাশে মিলল ৫০ মণ জাটকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ওই এলাকা থেকে এসব মাছ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ এপ্রিল) ভোরে মাওয়া কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় নদীর পাড়ে থাকা ১০টি গ্যালন তল্লাশি করে আনুমানিক ২,০০০ কেজি (৫০ মণ) জাটকা পায়। অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে জব্দ করা জাটকা লৌহজং উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব, দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের অন্তর্ভুক্ত এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ আর ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
জাটকা পাচারকালে ২ যুবক গ্রেপ্তার
জাটকা ধরায় ৯ জেলের কারাদণ্ড
শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪
X
Fresh