• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হেফাজত ইসলামের তাণ্ডব: আরও ১২ কর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১০:১০
Hefazat-e-Islam riots: 12 more workers arrested
হেফজত ইসলামের তাণ্ডব: আরও ১২ কর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও ১২ হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৩১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃতদের কারও নাম জানায়নি পুলিশ।

আরও পড়ুনঃ মামুনুল হক গ্রেপ্তারের পর বিবৃতিতে যা বললেন চরমোনাই পীর

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ১২ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সকলে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের আদালতে নেয়া হবে।

আরও পড়ুনঃ তুই মেডিকেলে চান্স পাস নাই তাই তুই পুলিশ, আর আমি ডাক্তার’

উল্লেখ্য, ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজত ইসলামের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৩টি ও সরাইল থানায় দুটিসহ সর্বমোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার লোকের নামে মামলা করা হয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সূর্যের তাণ্ডব আর শেষের রোমাঞ্চে মুম্বাইয়ের দাপুটে জয়
পিরোজপুরে ঝড়ের তাণ্ডব : ২ দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
হাতিয়ায় কালবৈশাখীর তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি লন্ডভন্ড
পটুয়াখালীতে ঝড়ের তাণ্ডবে ২ জনের মৃত্যু
X
Fresh