• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ২৩:৩২
Two groups clash over possession of Tempu stand, 40 injured
টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে। অন্যদিকে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গোপালগঞ্জ জেলা সদরের বড়বাজার এলাকার টেম্পোস্ট্যান্ড নিয়ে ঘোষেরচর উত্তরপাড়ার বাসিন্দা সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলছিল। বেশ কয়েকদিন আগে দুই পক্ষের বিবাদ চরমে ওঠে। পরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই জেরে রোববার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনোপক্ষ থানায় মামলা দায়ের করেনি।

এ বিষয়ে গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ১৫ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবল নিয়োগ দেবে বেক্সিমকো, সাপ্তাহিক ছুটি ২ দিন
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
X
Fresh