• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১৩:১৪
চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বৃদ্ধ নিহত
চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শরিফ উদ্দিন (৬০)। তিনি আলমডাঙ্গা পৌর শহরের কলেজপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেল লাইনের উপর দিয়ে হাটছিলেন শরিফ উদ্দিন। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ইঞ্জিন পাবনা জেলার ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। ট্রেন চালক অনেকবার উইসেল বাঁজালেও লাইন থেকে সরে দাঁড়ায়নি শরিফ।

পরে ট্রেনের ইঞ্জিনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যদি কোনও অভিযোগ না থাকে তবে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
হিট স্ট্রোক কেন হয়, প্রতিরোধে যা করবেন
যে কারণে গরম আর শীত বেশি চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি 
X
Fresh