• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাঁশখালী সংঘর্ষ: দুই মামলায় আসামি কয়েক হাজার 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১১:১৯
বাঁশখালী সংঘর্ষ: দুই মামলায় আসামি কয়েক হাজার 
বাঁশখালী সংঘর্ষ

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষে পাঁচ জন নিহতের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি ও পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রোববার ( ১৮ এপ্রিল) সকালে এ মামলা দুইটি দায়ের করা হয়।

পুলিশের পক্ষ থেকে যে মামলাটি দায়ের করা হয়েছে সেখানে অজ্ঞাত নামা দেড় হাজার জনকে আসামি করে মামলা হয়। পুলিশের কাজে বাধা ও পুলিশের উপর হামলার কারণে পুলিশের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়।

এদিকে, পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই মামলাটি দায়ের করা হয়েছে তাতে কয়েক জনের নাম উল্লেখ করে ও এক থেকে দেড় হাজারের অজ্ঞাত নামা উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন তারা । বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি।

জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মমিনুর রহমান ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর-কনে
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh