• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০২১, ১০:৫৪
মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে কারাদণ্ড
ফাইল ছবি

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে পাঁচ অসাধু ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ এপ্রিল) সকালে কালকিনির মিয়ারহাটে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন: কোমর বেপারী, মো. সজিব সরদার, শিপন বেপারী, কালাম সরদার, পারভেজ সরদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালকিনির মিয়ারহাটের পাইকারী মাছের আড়ৎ জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় সেখান থেকে হাতেনাতে আটক করা হয় পাঁচ অসাধু ব্যবসায়ীকে। পাশাপাশি এক হাজার পাঁচশ কেজি জাটকা জব্দ করা হয়।

আটক পাঁচ ব্যবসায়ী প্রত্যেককে জাটকা বিক্রির দায়ে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদি হাসান। এছাড়া জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
জাটকা ধরায় ৯ জেলের কারাদণ্ড
শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪
মেঘনায় জাটকা ধরায় ৬ জেলের কারাদণ্ড
X
Fresh