• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জরিমানা করায় ইউএনওকে আটকে রাখলেন ব্যবসায়ীরা 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ২০:৩০
The traders detained UNO for imposing fines
জরিমানা করায় ইউএনওকে আটকে রাখলেন ব্যবসায়ীরা 

লকডাউনের নিয়ম অমান্য করে স্বর্ণের দোকান খোলা রাখা এবং মাস্ক না পড়ায় এক ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা ইউএনওর গাড়ি অবরোধ করে জরিমানা প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (১৭ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করি। এ সময় স্থানীয় গাজী প্লাজার সামনে রোজবা নামক জুয়েলার্সটি খোলা পাই। এগিয়ে গেলে জুয়েলার্সটির মালিককে মাস্ক-বিহীন অবস্থায় দেখতে পাই। বিধি অনুযায়ী তাকে দেড় হাজার টাকা জরিমানা করি। আশপাশের কিছু দোকানদার আমার গাড়ির সামনে এসে জরিমানা প্রত্যাহারের আহ্বান জানায়। এ সময় এক ব্যক্তি কোদাল নিয়ে আমাকে ও আমার চালকে মারতে উদ্যত হয়। পরে পুলিশ আসলে জটলামুক্ত হয় এবং আমি ঘটনাস্থল ত্যাগ করি।’

এই বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা করায় টিটিইসহ দুইজনকে মারধর 
X
Fresh