• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১২০০ টাকার জন্য হত্যা

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ২০:০২
Killed for 1200 rupees
১২০০ টাকার জন্য হত্যা

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে পাওনা টাকা পরিশোধ করতে না পারায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপর স্থানীয়রা হত্যাকারী খলিল মিয়াকে আটক করে।

আটককৃত খলিল মিয়া (৩২) বরুড়া উপজেলার আদমপুর গ্রামের মো. হুমায়ূনের ছেলে। তিনি চান্দিনার লতিফপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মিলন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।

নিহত রফিকুল ইসলাম (৩৮) পার্শ্ববর্তী বরুড়া উপজেলার আরিফুর গ্রামের ফজল মিয়ার ছেলে। তবে দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ মায়ের সাথে চান্দিনার লতিফপুর গ্রামের মামার বাড়িতেই বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলামের কাছে ১২০০ টাকা পেতেন খলিল মিয়া। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ওই পাওনা টাকার নিয়ে দুই জনের মধ্যে তর্কবিতর্কের সময় হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে খলিল মিয়া রফিকুল ইসলামের বুকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা খলিলকে আটক করে। আহতাবস্থায় রফিকুল ইসলামকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘাতক খলিল মিয়াকে আটক করে।

এই বিষয়ে চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh