• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে ত্রাণের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৪:০৪
বরিশালে ত্রাণের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ
ত্রাণের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

বিরান শূন্যতা বরিশাল নদীবন্দরে। সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ বলে পন্টুনে লঞ্চ নোঙ্গর করে অসহায় দিন পার করছে লঞ্চ শ্রমিকরা। তবে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে লকডাউনে শ্রমিকদের ত্রাণ ও রেশনের দাবীতে রিকশা মিছিল বের করে বাসদ।

লঞ্চ শ্রমিকরা বলেন, একতলা লঞ্চে প্রতিদিনের বেতনে কাজ করতে হয়, লকডাউনের ফলে লঞ্চ বন্ধ থাকায় তাদের না খেয়ে মরতে হবে।

অপরদিকে বিক্ষোভকারী রিকশা শ্রমিকদের বক্তব্য গেল লকডাউনের তারা ত্রাণ পেয়েছিল। এবার না পাওয়ার কারণে তাদের রিকশা নিয়ে বের হলে প্রশাসনের বাঁধার সম্মুখীন হতে হয়। তাই রেশনের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন।

এনিয়ে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত অবস্থায় দিন মজুরেরা। তাদের ত্রাণ ও রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবীতে তাদের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা
কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
X
Fresh