• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাতের আঁধারে ত্রাণ নিয়ে হাজির চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট

আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১০:২৯
রাতের আঁধারে ত্রাণ নিয়ে হাজির চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট
রাতের আঁধারে ত্রাণ নিয়ে হাজির চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে কয়েকজন এসে দরজায় কড়া নাড়ছে। দরজাটি খুলে অনেকটাই অবাক হলেন চট্টগ্রাম হালিশহরের ধুপ পাড়া এলাকায় পাঁচ সন্তানের জননী।

পাঁচ সন্তানের জননী জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটা শুকনো খাবারের পোটলা নিয়ে এসেছেন তিনি।

ওই নারী কাজ করতেন একটি দর্জির দোকানে৷ কিন্তু সরকারঘোষিত কঠোর লকডাউনে বন্ধ হয়ে গেছে সেই দোকানটি।

আরও পড়ুনঃ ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা

শুধু ওই নারী না। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর, মেহেদীবাগ, ২ নম্বর গেট, আগ্রাবাদ, সদরঘাটসহ বেশ কয়েকটি স্থানের প্রায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। একই দিন সকাল বেলা এক হাজারেরও অধিক পরিবারে ত্রাণ এবং ২০৬ জনের মাঝে এক লাখ তিন হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে শুধুমাত্র জেলা প্রশাসনের উদ্যোগেই কয়েক হাজার পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, লকডাউন শুরুর পর গত তিনদিন ধরে রাতের বেলা এভাবে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছি। কিছু মানুষ আছে যারা মানসম্মানের কারণে দিনের বেলা ত্রাণ নিতে অনাগ্রহী। কিন্তু অভাবের কারণে তারা জেলা প্রশাসকের নম্বরে ফোন দিয়ে ত্রাণের জন্যে বলছেন। এরপর তাৎক্ষনিক তিনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। জেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
X
Fresh