• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পেটে অপারেশন করে পাওয়া গেল ১৯৫০ পিস ইয়াবা

আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ০৯:৪৪
পেটে অপারেশন করে পাওয়া গেল ১৯৫০ পিস ইয়াবা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা যুবকের পেটে অপারেশন করে এক হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া গেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ওই রোহিঙ্গা যুবকের অপারেশন করা হয়। পরে পুলিশ হাসপাতাল গিয়ে ওই ইয়াবা জব্দ করে। চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চকরিয়া থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বেসরকারি সংস্থা এমএসএফ এর প্রতিনিধিরা ক্যাম্প-২ এবং এক নম্বর ব্লকের শরণার্থী মোহাম্মদ ইলিয়াছের ছেলে জাকির হোসেনকে (২২) পেট ব্যথা নিয়ে শুক্রবার সন্ধ্যার চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে আনেন। প্রথমে আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ফলাফলে পেটের ভেতর কোনও বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হলে পেটে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ইয়াবাগুলো জব্দ করে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পুলিশ প্রহরায় ইয়াবা পাচারকারী রোহিঙ্গা নাগরিকের চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
X
Fresh