• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ৩০ হেফাজতকর্মী গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১৩:০৬
30 Hefazat workers arrested in vandalism-arson incident
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ৩০ হেফাজতকর্মী গ্রেপ্তার  

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩০ হেফাজতকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া হামলা ঘটনায় এখন পর্যন্ত ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে হেফাজত ইসলামের ১৯৭ জন, বিএনপির ৩৭ জন ও জামায়াত-শিবিরের ৩ জন আছেন।

পুলিশ সূত্র থেকে গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

অন্যদিকে ৪৯টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, বুধবার (১৪ এপ্রিল) রাত পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে নতুন করে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh