• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১১:৪৩
140 cases in Mymensingh under strict restrictions on lockdown
লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সারাদেশে লকডাউন চলছে। এ কারণে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) সারাদিন জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করে আদালত।

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সংবাদ মাধ্যমকে বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরে প্রতিদিন ৪টিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ করা হয়। করোনা মোকাবিলায় এমন অভিযান চলমান থাকবে।

অন্যদিকে জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৫২টি নমুনা পরীক্ষা করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh