• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

প্রশ্ন ফাঁস করে নকল তৈরি, ২ শিক্ষকের কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, পটুয়াখালী

  ১২ এপ্রিল ২০১৭, ১৪:৩৩

পটুয়াখালী হাজী আক্কোল আলী কলেজ কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস করে নকল তৈরির অভিযোগে দুই শিক্ষককে ২ বছর কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্তারা হলেন ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক খলিলুর রহমান ও হাজী মোক্তার আলী মৃধা কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার উচ্চ মাধ্যমিকের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ পরীক্ষা ছিল। খলিলুর রহমান হল সুপারের দায়িত্বে ছিলেন।

জানা যায়, পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রশ্নপত্র বাইরে এনে কলেজের পাশে একটি বাড়িতে উত্তরপত্র তৈরি করছিলেন ওই দুই শিক্ষক। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ তাদের হাতেনাতে ধরেন। পরে তাদের দু’বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও শফিকুল ইসলামকে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত দু’ শিক্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh