• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ১৪:৩৫
Blockade of Dhaka-Mymensingh highway demanding salary
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রাজধানী অদূরে টঙ্গীতে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাউজার ল্যান্ড লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতনসহ গত ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বেতন পরিশোধে একাধিকবার আশ্বাস দিয়েও তা করেননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার (১৩ এপ্রিল) মহাসড়ক অবরোধ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বেতন পরিশোধের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের অপেক্ষায় যাত্রীরা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
বকেয়া বেতনের দাবিতে পাকিস্তানে শিক্ষকদের বিক্ষোভ
X
Fresh