• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনের আওতায় থাকছে না মোংলা বন্দর

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ০৯:৫৭
Mongla port is not under lockdown
ফাইল ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে আবারও লকডাউনে যাচ্ছে দেশ। আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার ঘোষিত বিধি নিষেধের আওতায় থাকছে না মোংলা সমুদ্র বন্দর। এ সময় মোংলাবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে। তবে স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করেই বন্দরের সকল কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এই বিষয়ে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ী ও জনগণের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, লকডাউনের মধ্যেও জাহাজ, গাড়ি, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সকল সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় বন্দরের আয় স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
এসএমসি এন্টারপ্রাইজে নিয়োগ, থাকছে নানান সুবিধা
নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, থাকছে না বয়সসীমা
নিয়োগ দেবে বে গ্রুপ, থাকছে না বয়সসীমা
X
Fresh