• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা শিবির থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৯:২৭
রোহিঙ্গা শিবির থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে জাদিমুরা রোহিঙ্গা শিবির থেকে ১৫ হাজার ৮০০ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটকৃতরা হলেন, ২৭ নম্বর জাদিমুরা শিবিরের ব্লক বি/৮, এর সিদ্দিকের ছেলে শামসুল আলম, মোঃ ইউনুসের ছেলে কবির আহমেদ ও ব্লক ডি/৫ এর আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ সিদ্দিক।

সোমবার (১২ এপ্রিল) সকাল ৯ টার দিকে জাদিমুরা ২৭ নং শিবিরের এ ব্লকের ব্রিটিশ পাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, জাদিমুরা ২৭ নম্বর শিবিরের এ ব্লকের ব্রিটিশ পাড়া নামক স্থানে কিছু মাদক কারবারি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অপারেশন অফিসার সহ এসআই মোঃ সাব্বির হাছান ভুঁইয়ার কয়েকজন পুলিশকে সাথে নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় ওই তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ১৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৩১লক্ষ ৬০ হাজার টাকা বলে জানান তিনি। সেই সাথে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
X
Fresh