• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৯:০৬
‘স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয়’

স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয় আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, তারা ২০১৩/১৪ সালেও এভাবে বাস-ট্রেন ও স্টেশনে আগুন দিয়েছে। এদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। যারা এগুলোর সঙ্গ জড়িত, অবশ্যই সরকার তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আজ সোমবার দুপুরে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ক্ষতিগ্রস্ত রেলস্টেশনসহ সবকিছু ঠিকঠাক করতে কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

রেলমন্ত্রী বলেন, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দুর্ভোগ বাড়বে। স্টেশনসহ রেলওয়ের সবকিছু পুড়িয়ে দিয়েছে তা ঠিক করতে সময়ের প্রয়োজন। সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। দ্রুত কাজ করে ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
গরমে এসি ও ফ্যানের বাজারে আগুন
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান
X
Fresh