Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৮:২৩
আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:৪৫

টাঙ্গাইলে আগুনে পুড়েছে ২৪টি দোকান

টাঙ্গাইলে আগুনে পুড়েছে ২৪টি দোকান
টাঙ্গাইলে আগুনে পুড়েছে ২৪টি দোকান

টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে পুড়ে গেছে ২৪টি দোকান। সোমবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার নিকরাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভূঞাপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, সোমবার বেলা আড়াইটার দিকে নিকরাইল বাজারে একটি লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই পুড়ে যায় টিভি-ফ্রিজ, ইলেক্ট্রনিক ও মনোহারি ২৪টি দোকান।

আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

এমআই

RTV Drama
RTVPLUS