• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঘরমুখো মানুষের ভিড় দৌলতদিয়া ঘাটে

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৪:২২
Crowds of homebound people at Daulatdia Ghat
ঘরমুখো মানুষের ভিড় দৌলতদিয়া ঘাটে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে আবারও লকডাউনের ঘোষণায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দ্বিগুণ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের এ চাপ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়ছে।

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় রাজধানী ছেড়ে বাড়িতে ফিরছে হাজারো মানুষ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে এসে গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন মানুষ। তবে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহন অটোরিকশা, মাহেন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে গন্তব্যে রওনা দিয়েছেন যাত্রীরা।

অন্যদিকে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরিতে গণপরিবহন পারাপার বন্ধ থাকলেও পারাপার হচ্ছে প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও যাত্রী। নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে প্রায় সাড়ে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকা পড়েছে।

এই বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। এছাড়া ঢাকা থেকে আসছেন অনেক মানুষ। এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ম ভাঙায় সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের প্রাণহানি
সদরঘাটে হতাহতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সদরঘাটে দুর্ঘটনায় ২ লঞ্চের চালক ও ম্যানেজারসহ আটক ৫
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি 
X
Fresh