• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লকডাউনের ঘোষণায় শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৪:০০
Hearing the announcement of lockdown, the pressure of homebound people at Shimulia Ghat
লকডাউনের ঘোষণা শুনে শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের চাপ 

দেশে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত আসার শুরুতেই শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দ্বিগুণ। সোমবার (১২ এপ্রিল) সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়ছে। এখনও শিমুলিয়া ঘাটে প্রায় ৭ শতাধিক যানবাহন আটকে আছে।

জানা গেছে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, স্পিডবোট বন্ধ থাকার কথা থাকলেও শিমুলিয়া-কাঁঁঠালবাড়ি নৌরুটে স্পিডবোট চলছে। তবে অধিকাংশ যাত্রী ট্রলার-যোগে ঘাট পার হচ্ছেন। এ কারণে যাত্রীর কাছ থেকে ট্রলার ভাড়া নেয়া হচ্ছে অনেক বেশি।

আরও পড়ুনঃ ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন: প্রজ্ঞাপন জারি

এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ বলেন, আবারও লকডাউন উপেক্ষা করে ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন। তাই দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে কোন নিয়ম মানছে না। ১৩টি ফেরিতে করে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে এতো বেশি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে কোনো ভয় নেই। এতো বার বলাবলি করেও যাত্রীদের সচেতন করা যাচ্ছে না।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh