• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সালথার ৭০ গ্রাম পুরুষশূন্য, গ্রেপ্তার আতঙ্কে

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৩:৪৩
Salthar 60 grams manless, in fear of arrest
সালথার ৭০ গ্রাম পুরুষশূন্য, গ্রেপ্তার আতঙ্কে

ফরিদপুরের সালথা উপজেলায় সহিংসতার ঘটনায় মামলার পর গ্রেপ্তার আতঙ্কে উপজেলার প্রায় ৭০ গ্রাম এখন পুরুষশূন্য। এ ঘটনায় জড়িত অনেকেই গ্রাম ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। অন্যদিকে এ ঘটনায় জড়িত নন এমন অনেক পুরুষ গ্রেপ্তার হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সালথা উপজেলার ১০৭ গ্রামের মধ্যে প্রায় ৭০ গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার সোনাপুর ইউনিয়ন, ভাওয়াল ইউনিয়ন, রামকান্তপুর ইউনিয়ন ও গট্টি ইউনিয়নের বেশির ভাগ গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এ সমস্যার কারণে মাঠে থাকা হাজার হাজার হেক্টর জমির ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে না। মাঠেই ফসলগুলো নষ্ট হতে শুরু করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, সালথার ঘটনায় এ পর্যন্ত ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরান মোল্লা নামের একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ২ জন গুলিবিদ্ধ হয়ে গ্রেপ্তার রয়েছেন। তাদের পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, সালথায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ৫টি। এসব মামলায় ২৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh