• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদরাসায় করোনা আসবে না: বাবুনগরী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ২৩:২০
Don't come to madrasa: Babungari
ফাইল ছবি

যেখানে হাদিস-কোরআন পাঠ করা হয়, ইনশাল্লাহ সেখানে করোনা আসবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহিলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন... শাহজাহানের দাবি, তার বড় বোনকেও বিয়ে করেছেন মামুনুল হক

এ সময় হেফাজতে ইসলামের আমির করোনার ব্যাপক সংক্রমণ পরিস্থিতিতে কওমি মাদরাসা বন্ধের নির্দেশনারও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘লকডাউন দিয়ে কওমি মাদরাসা বন্ধ করা যাবে না। কওমি-দ্বীনি মাদরাসায় হাদিস-কোরআন পাঠ করা হয়, সেগুলো বন্ধ করা যাবে না। আমরা মাদরাসা খোলা রাখছি করোনা না আসার জন্য।’

এ সময় জুনায়েদ বাবুনগরী আরও বলেন, ‘যেখানে হাদিস-কোরআন পাঠ করা হয়, ইনশল্লাহ সেখানে করোনা আসবে না। করোনায় এ পর্যন্ত কোনো মাদরাসার ছাত্র আক্রান্ত হয়নি আর কোনো হুজুর আক্রান্ত হয়নি। যারা বেশি করোনা থেকে বাঁচতে চায়, তারা বেশি আক্রান্ত হয়।’

করোনা বেড়ে যাওয়াতে মসজিদে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনার বিরোধিতা করে তিনি বলেন, ‘মসজিদে নামাজ বন্ধ করা যাবে না। জুমার নামাজে ১০ জন, এমনিতে ৫ জন এই ধরনের শরিয়তবিরোধী কোনো বিধিনিষেধ মানা যাবে না। মসজিদে নামাজ চলবে। সামনে রমজান। তারাবির নামাজও চলবে।’

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
জন্মদিনে ‘জংলি’ হয়ে ধরা দিলেন সিয়াম
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
X
Fresh