• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাহ্মণবাড়িয়া থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার মাদরাসাছাত্র 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ২২:২৭
Madrasa student arrested in attack on Brahmanbaria police station
ব্রাহ্মণবাড়িয়া থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার মাদরাসাছাত্র 

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মাদরাসাছাত্রকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান (২৬) ওই এলাকার হাজীবাড়ির শাহনেওয়াজ মাস্টারের ছেলে ও ভাদুঘর মাদরাসার কামিল বিভাগের ছাত্র।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হামলা করা হয়। এ সময় উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদরাসাছাত্র মাহবুবুর রহমান। আহত হয়ে পালিয়ে সে কুমিল্লায় চিকিৎসা নিচ্ছিল। সে তার বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ এপ্রিল) অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার সংবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
ট্যুরের বাসে হামলার ঘটনায় নোবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার 
নোবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আটক ৭
X
Fresh