• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক পাঙাশের দাম ২১ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ২০:৫৯
The price of one pangas is 21 thousand rupees
এক পাঙাশের দাম ২১ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

রোববার (১১ এপ্রিল) পদ্মার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকা বিক্রি হয়েছে।

জেলে জয়নাল সরদার বলেন, ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জাল পাতেন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়া-ঘাটের বাজারে দুলাল মণ্ডলের আড়তে নিয়ে গেলে মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকায় কিনে নেন মো. চান্দু।

এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মার দৌলতদিয়া ঘাট পয়েন্টে অনবরত ফেরি ও লঞ্চ চলাচলের ফলে ওই স্থানে পানির গভীরতা বেশি। এছাড়া ঘাট এলাকায় ফেরি ও লঞ্চ চলাচলের কারণে পানিতে ঘূর্ণায়মান রাতে তৈরি হয়। আর মাছের ধর্ম হল রাতে পানি যেখানে বেশি মাছ সেই পয়েন্টেই চলাচল করে।

তিনি আরও বলেন, ফেরি ও লঞ্চ থেকে উচ্ছিষ্ট অনেক খাবার ঘাট এলাকায় পরে থাকে। মাছ ওই পয়েন্টে খাবার পায় বলেই সেখানে বেশি চলাচল করে। এ কারণে বড় বড় মাছ ধরা পরছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
বীমা দাবির ১০ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ ইন্স্যরেন্স
X
Fresh