• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হিরোইন সেবনের সময় আইনজীবীসহ আটক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৮:৫৯
3 arrested along with lawyer while consuming heroin
হিরোইন সেবনের সময় আইনজীবীসহ আটক ৩

কুড়িগ্রামে এক আইনজীবীসহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) ভোরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আলমগীর হোসেন পৌর এলাকার কালে প্রফেসর পাড়ার মৃত ওসমান গণির ছেলে। তিনি কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপির দায়িত্বও পালন করেছিলেন। আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে। মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে।

আইনজীবী আটককের ঘটনার সত্যতা স্বীকার করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন বলেন,অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, রোববার (১১ এপ্রিল) ভোরে হিরোইন সেবন করার সময় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এদের মধ্যে আলমগীর হোসেন নামের একজন আইনজীবী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০গ্রাম হেরোইনসহ ১টি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
লাইভ সংবাদ পাঠের সময় গরমে জ্ঞান হারালেন প্রেজেন্টেটর
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
X
Fresh