• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে জেলা পরিষদের পাঁচ কোটি টাকার ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৫:৪৩
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে জেলা পরিষদের পাঁচ কোটি টাকার ক্ষতি
জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন

গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব চলাকালীন ডাকবাংলো ও প্রধান কার্যালয়ের চালানো হামলায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। রোববার (১১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি বলেন, হামলা চলাকালীন সময়ে পুলিশের সহায়তা চেয়েও পাওয়া যায়নি, এমনকি আগুন নেভাতে দমকল বাহিনীকে জানানো হলেও তারা আসেনি।

জেলা পরিষদের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা পালিয়ে জীবন রক্ষা পায়। এসব তাণ্ডবে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ আজ
সড়ক দুর্ঘটনায় আহত মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
X
Fresh