• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাসভবনে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১৮:২০
The mayor's wife was burnt to death in an explosion at the residence
ফাইল ছবি

বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়রের স্ত্রী কানন বেগম ৪ দিন পর মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়েছিল। এরপর তাকে রাখা হয়েছিল আইসিইউতে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কানন বেগমের অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল। শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় আজ তিনি মারা গেছেন। মেয়র আবদুস সালামের স্ত্রী কানন বেগমের বয়স হয়েছিল ৪০ বছর। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের রামগোপালপুরের মেয়রের বাসভবনে আকস্মিক বিস্ফোরণে কানন বেগমসহ আরও অন্তত ১৩ জন দগ্ধ হন।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh