Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ মে ২০২১, ৪ জ্যৈষ্ঠ ১৪২৮

আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১০:২০
আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১১:১৪

কক্সবাজারের সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি

Another dead whale has floated on the beach in Cox's Bazar
কক্সবাজারের সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি

কক্সবাজারের সৈকতে হিমছড়িতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। জেলেরা শনিবার (১০এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় এটি দেখে বন বিভাগে খবর দেয়।এ নিয়ে দুইটা মৃত তিমি ভেসে আসলো।

দক্ষিণ বিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে রাতে তিমিটি জোয়ারের সঙ্গে ভেসে এসে ভাটার কারণে বালিয়াড়িতে আটকা পড়েছে। জোয়ারের কারণে মৃত তিমিটি উদ্ধার কাজ শুরু করা যাচ্ছেনা বলেও জানান তিনি। তিমিটির দৈর্ঘ্য ৪২ ফুট ও প্রস্থ ১৪ ফুট।

এর আগে, বঙ্গোপসাগরের দরিয়ানগর এলাকার সমুদ্রসৈকতে গভীর সাগর থেকে ভেসে এসেছে একটি মৃত তিমি। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে তিমি মাছটি ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।

পরে মাছটি দেখতে স্থানীয়রা সৈকতে ভিড় জমায়। এসময় তারা তাদের মোবাইল ফোনে মৃত মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন।

কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ বলেন, তিমিটি হয় আত্মহত্যা করে থাকতে পারে নতুবা আঘাতের কারণে মারা যেতে পারে। বয়সকাল পার হলে সাধারণত তিমিরা আত্মহত্যা করে থাকে। তবে বঙ্গোপসাগরে চলাচলকারী জাহাজের আঘাতেও মাছটি মারা যেতে পারে।

এমআই

RTV Drama
RTVPLUS