• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২১, ২২:৪৩
Clash over giving less meat in Baubhata, 10 injured
পটুয়াখালীর মহিপুরে বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে সংঘর্ষ

পটুয়াখালীর মহিপুরে বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে মহিপুরের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেল, চেয়ার ও টেবিলসহ আসবাবপত্র। আহতদের মধ্যে গুরুতর আহত রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার ছেলেপক্ষ আনুষ্ঠানিকভাবে মেয়েকে তুলে আনেন। আজ ছেলেদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। খাওয়া দাওয়ার সময় মেয়েপক্ষের লোকজনকে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুইপক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা নেয়া হবে।
আরএস/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ
X
Fresh