• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৭, ১২:০২

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ফরিদপুরের মৃৎ শিল্পীরা। তৈরি করছেন নানা রকম মাটির পণ্য-সামগ্রী।

চাকা ঘুরিয়ে মাটিকে নরম করে নিপুণ হাতে তৈরি হচ্ছে ফুলদানি, পুতুল, গরু, ঘোড়া, হাতি ও পাখিসহ বাহারি সব সরঞ্জাম।

প্রতিবছরই বৈশাখী মেলা উপলক্ষে তৈরি হয় দৃষ্টিনন্দন এসব জিনিস। যা ছোট বড় সব বয়সীদেরই দৃষ্টি আকর্ষণ করে। বৈশাখী মেলাকে সামনে রেখে দিনরাত এক করে ফরিদপুরের মৃৎ শিল্পীরা তৈরি করছে সুন্দর সুন্দর মাটির জিনিস। এরই মধ্যে তৈরি কাজ শেষ হয়েছে এসব বাহারি মাটির জিনিসের এখন চলছে রং তুলির কাজ।

অন্যদিকে, একইরকম ব্যস্ততা চলছে হবিগঞ্জের কুমার পাড়াগুলোতেও। সেখানকার প্রায় দু’শতাধিক পরিবার মাটির তৈরি সামগ্রীর কাজের সঙ্গে সম্পৃক্ত। বৈশাখী মেলাসহ বিশেষ কিছু উৎসব এলেই তাদের এ কর্মব্যস্ততা বাড়ে। মাটির নানা জিনিস তৈরির ধুম লেগেছে সেখানে।

এবারও বৈশাখী মেলাকে সামনে রেখে পরিবার পরিজন নিয়ে ক্লান্তিহীন ভাবে মাটির জিনিস তৈরি করে যাচ্ছেন সেখানকার কুমারপাড়ার মানুষ। তবে মাটির তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় কুমার পাড়ার কারিগররা বছরের অধিকাংশ সময়ই থাকেন বেকার।

সংশ্লিষ্টরা মনে করছে, প্রাচীন এ শিল্পটিকে বাঁচিয়ে রাখতে এবং মৃৎশিল্পকে আরো সমৃদ্ধশালী করতে আরো বেশি আর্থিক সহায়তা দরকার।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh