• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে করোনা আক্রান্ত ৩৩৫৩ জন 

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ১৬:৪৩
নরসিংদীতে করোনা আক্রান্ত ৩৩৫৩ জন 
ফাইল ছবি

নরসিংদীতে লকডাউন ঢিলেঢালা ভাবে চলছে চতুর্থদিন। ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী বাস, মিনিবাস। স্বাস্থ্যবিধি সচেতনতা অনীহা সাধারণ মানুষের মাঝে। অনেকেই মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করতে দেখা গেছে।

এদিকে নরসিংদীতে নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৩৫৩ জনে।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২১ হাজার ৫৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৩৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮১২ জন। এরমধ্যে সদরে ১ হাজার ৭১৮ জন, শিবপুরে ২৭৪ জন, পলাশে ৩৩৬ জন, মনোহরদীতে ১৮৬ জন, বেলাবতে ১৫৫ জন ও রায়পুরায় ১৮৫ জন।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন। এরমধ্যে সদর ৩০, পলাশ ৩, বেলাব ৬, রায়পুরা ৭, মনোহরদী ২ ও শিবপুর ৭ জন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম বলেন, নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৩ জন। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh