সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ
শিক্ষার্থীদের সঙ্গে বিকৃত যৌনাচার করতেন মাদরাসার শিক্ষক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিশুদের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে কফিলউদ্দীন হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আনোয়ারুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে তাকে আটক করা হয়।
আটককৃত আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোড়লের ছেলে। তিনি উপজেলার কফিলউদ্দীন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, অভিযুক্ত শিক্ষক আনোয়ারুল ইসলাম মাদরাসার উঠতি বয়সী শিশুদের সাথে বিকৃত যৌনাচার করতেন। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাটিংয়ের মাধ্যমে বিকৃত যৌনাচারে লিপ্ত থাকতেন তিনি। তাছাড়া এসব ছবি ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলেন আনোয়ারুল।
ওসি আরও জানান, যৌনাচারের শিকার এসব উঠতি বয়সীদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদরাসা শিক্ষক জানিয়েছে দুই ছাত্রের সাথে বিকৃত যৌনাচার করেছেন তিনি। দুপুর ১২টার দিকে ওই শিক্ষককে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জিএম