• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১২শ লিটার চোরাই তেলসহ আটক ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ১৩:৫২
Arrested with 1200 liters of stolen oil
১২শ লিটার চোরাই তেলসহ আটক ২ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকা থেকে ১ হাজার ২৬০ লিটার চোরাই তেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই তেলসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মো. মনির হোসেন (২২) ও আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩)।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, আটককৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ি থেকে অভিনব কৌশলে তেল চুরি করে।

আরও জানান, কিছু অসাধু চালক ও হেলপার নামমাত্র মূল্যে তেলভর্তি লরি থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। আর আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
X
Fresh