• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যশোরে এসেছে ৭৮ হাজার ভ্যাকসিন, দ্বিতীয় ডোজের টিকাদান শুরু

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ১১:৪২
যশোরে এসছে ৭৮ হাজার ভ্যাকসিন, দ্বিতীয় ডোজের টিকাদান শুরু
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার থেকে যশোরে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) প্রথম দফার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। গতকাল বুধবার ৭৮ হাজার ডোজ ভ্যাকসিন যশোরে পৌঁছেছে। স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রাখতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আটটিসহ গোটা জেলায় ৩৬টি বুথ প্রস্তুত করা হয়েছে।

গত ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি প্রথম ভ্যাকসিনের ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্যে মোবাইলে খুদে বার্তা পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানিয়েছেন, ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর ৮ সপ্তাহ অর্থাৎ ৫৬দিন পার হওয়াদের দ্বিতীয় ডোজ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে ভ্যাকসিন গ্রহণের জন্য দেড় হাজারের অধিক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও সক্ষমতানুযায়ী ভ্যাকসিন দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh