logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়লো ৬ ট্রাক

মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়েছে ট্রাক-পিকআপ
ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে কলমীলতা না‌মে এক‌টি ফে‌রি‌তে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ৬টি মালবাহী ট্রাক পু‌ড়ে গে‌ছে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভো‌রের দি‌কে মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে। আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভিস ও নৌ পু‌লিশ সদস্যরা।

আরও পড়ুনঃ মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ধর্ম মন্ত্রণালয়

জানা গেছে, ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত। এতে মুহূর্তের ম‌ধ্যে আগুন‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

ভোলার ই‌লিশা নৌ থানার ওসি সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ভোলার ই‌লিশা আসার সময় আগুন ধরে যায়।

তবে ফরির স্টাফ আলম সিকদার জানান, ধারনা করা হচ্ছে ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

এসএস

RTV Drama
RTVPLUS