logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপারসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপারসহ নিহত ২
ফাইল ছবি

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মাদরাসা সুপারসহ দুইজন নিহত হয়েছে। গুরুত্বর আহত আরও এক শিক্ষক মাওলানা হেলাল উদ্দিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভেদুরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল টুমচর কেরামতিয়া দাখিল মাদরাসার সুপার এবং আলাউদ্দিন। তিনি আহত শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, টুমচর কেরামতিয়া দাখিল মাদরাসার কাজে মাদরাসার সুপার মাওলানা আব্দুল জলিল ও সহকারী শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন চন্দ্রমোহন গিয়ে ছিলেন। কাজ শেষে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষকরা এবং তার ছেলে আলাউদ্দিনের মোটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন।

চন্দ্রমোহনের ভেদুরিয়া বাজার সংলগ্ন এলাকায় বরিশাল-বাউফল আন্ত:সড়কে পৌঁছালে ইটবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাদরাসার সুপার মাওলানা আব্দুল জলিল এবং মোটরসাইকেল চালক আলাউদ্দিনের মৃত্যু হয়। গুরুত্বর আহত নিহত আলাউদ্দিনের বাবা ও সহকারী শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন (৫২) কে উদ্ধার নকরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রলি চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এসএস

RTV Drama
RTVPLUS