• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১৭:৩৫
চুয়াডাঙ্গায় আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি গরু ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আজ বুধবার ভোরে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ রেলগেট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের ফারুক হোসেন, নাগদা গ্রামের বিল্পব, কাবিলনগর গ্রামের জকিম উদ্দিন, দামুড়হুদা উপজেলা শাহিন আলি, সদর উপজেলার নফরকান্দি গ্রামের আলিম হোসেন ও মোমিনপুর গ্রামের সোহাগ আলি।

পুলিশ জানায়, আলমডাঙ্গা থানা পুলিশ মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় বুধবার ভোরে অবস্থান নিয়ে ট্রাকটি আটক করে। পরে ট্রাক থেকে তিনটি চোরাই গরু ও ট্রাকসহ ৬ জনকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা থেকে ট্রাকযোগে গরু চুরি করতো। এতে কৃষক ও গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হত। অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গরু তিনটি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার। কুষ্টিয়া সদর থানায় গরু চুরি নিয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। উদ্ধারকৃত গরু, ট্রাক ও আসামিদের কুষ্টিয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
X
Fresh