• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় ওষুধ কারখানায় বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১৪:৫৩
Explosion at a pharmaceutical factory in Comilla
কুমিল্লায় ওষুধ কারখানায় বিস্ফোরণ

কুমিল্লার বিসিক শিল্প নগরীতে বেঙ্গল ড্রাগস কোম্পানির কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন, প্যাকেজিং বিভাগের কর্মী আল-আমিন (২০), মুকুল (২৫), সন্ধ্যা রানী (৫৭) ও ক্লিনার শামীমা আক্তার (২৬)। এদের মধ্যে আল-আমিন ও মুকুলের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, তিনতলা ফ্যাক্টরির দ্বিতীয় তলায় প্যাকেজিং করা হচ্ছিল। এসময় হঠাৎ বিস্ফোরণে দেয়াল উড়ে যায়। এ ঘটনায় ৪ জন আহত হয়।

বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন করপোরেশন (বিসিক) কুমিল্লার ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিস্ফোরণের কারণটি এখনো জানতে পারি নাই। এই বিষয়ে পৃথক ৩ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আমরা ৪ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ভবনের ক্ষতির পরিমাণ দেখে মনে হচ্ছে, কেমিকেলের কোনো বিষক্রিয়া থেকে এই বিস্ফোরণ হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh