• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সালথার সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১১:২৮
A case has been filed against 4,000 people in connection with the Salthar violence
সালথার সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার

ফরিদপুরের সালথায় নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। এর আগে সোমবার (৫ এপ্রিল) রাতে সালথায় ওই ঘটনা ঘটে। এতে এসআই মিজানুর ঘটনার দিন রাতে জনতার হামলায় আহত হন।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। বিভিন্ন গুজব ছড়িয়ে এ তাণ্ডব চালানো হয়। পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় পুলিশের করা মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৩ থেকে ৪ হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়।

আরও পড়ুনঃ সবজি-পেঁয়াজের মূল্য স্থিতিশীল, কমেছে মুরগির দাম

এই বিষয়ে সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh