• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লকডাউন অমান্য করায় নোয়াখালীতে ১২৯ মামলা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১১:১০
129 cases in Noakhali for disobeying lockdown
লকডাউন অমান্য করায় নোয়াখালীতে ১২৯ মামলা

নোয়াখালী ৯টি উপজেলায় করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের দ্বিতীয় দিনে ১২৯টি মামলায় ১ লাখ ৫৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনাগুলো প্রতিপালন না করায় নোয়াখালী জেলায় ১২৯ মামলায় ১ লাখ ৫৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। একই সময়ে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এই বিষয়ে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলায় মোট আক্রান্তের সংখ্যা মোট ৬ হাজার ৩৩১ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh