• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১৫:০৫
Blockade of Dhaka-Aricha highway demanding opening of market
মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

রাজধানী সাভারে মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ব্যবসায়ীরা বলেন, আমরা এমনিতেই খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছি। না পেরে বাধ্য হয়ে সড়কে নেমেছি। স্থানীয় আরেক ব্যবসায়ী বলেন, ঋণ করে দোকানে মালামাল তুলা হয়েছে। দোকান না চালাতে পারলে। না খেয়ে মরতে হবে। আমাদের দাবি এখনই মার্কেট খুলে দেয়া হোক।

এই বিষয়ে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সরকার যে বিধিনিষেধ আরোপ করেছেন তা সবার মেনে চলা উচিত।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
শ্রীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মধ্যে হাতাহাতি, মহাসড়ক অবরোধ
X
Fresh