• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৭ মামলা ও জরিমানা

নড়াইল প্রতিনিধি

  ০৬ এপ্রিল ২০২১, ১৩:০৯
Mobile court raids in lockdown, 48 cases and fines
লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশের মতো নড়াইলেও সপ্তাহব্যাপী লকডাউন চলছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার ও বাজার মনিটরিংসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নড়াইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা এবং সরকার ঘোষিত লকডাউনের আইন অমান্য করার অপরাধে ৪৯ জনকে ৫২ হাজার ৫৭০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াচ হোসেন শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় নিত্যপ্রয়োজনীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, এদিকে নড়াইলে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৬৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
জিম্মি জাহাজে সামরিক অভিযান চায় না মালিকপক্ষ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪ 
X
Fresh