• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ

আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১২:৩৫
মার্কেট খোলার দাবিতে আজ বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় মার্কেট খোলার দাবিতে আজ (৬ এপ্রিল) বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সেখানকার ব্যবসায়ী ও কর্মচারীরা।

এদিন বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে দুই শতাধিক ব্যবসায়ী।

ব্যবসায়ীদের একটাই দাবি, তাদের যেন স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার অনুমতি দেয়া হয়। তা না হলে খাবার খাওয়ার অর্থ থাকবে না। না খেয়ে মরতে হবে ব্যবসায়ী ও প্রতিস্থানে কর্মরত সবাইকে।

সামনে যেহেতু ঈদ আর ঈদকে কেন্দ্র করেই তাদের বাড়তি কিছু আয় হয়। অথচ করোনার কারণে আগেও লকডাউন থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ফলে এবার ঈদের আগেও যদি এভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে বলেছেন কেউ কেউ।

এদিকে মানববন্ধন ও বিক্ষোভ শেষে নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান ব্যবসায়ীরা।

গতকালও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছিলেন তারা।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫৪ বাসের নামে মামলা, জব্দ ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
X
Fresh