• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেয়র কাদেরের মির্জার অনুসারীদের পৌরভবন থেকে বের করে দিল প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ০৯:৫৮
The administration expelled the followers of Mayor Quader Mirza from the municipal building
ফাইল ছবি

মেয়র আবদুল কাদের মির্জার প্রায় শতাধিক অনুসারী ও বহিরাগতদের বসুরহাট পৌরসভা ভবনের ভেতর থেকে বের করে দেন প্রশাসন।

সোমবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে তাদেরকে বের করে দেন প্রশাসনের কর্মকর্তারা। তবে এর আগে পৌরভবনে অভিযান পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও কাদের মির্জার মধ্যে বিদ্যমান দ্বন্দ্বকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে মির্জা কাদেরের শতাধিক অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মী পৌরসভা ভবনের তৃতীয় তলায় অবস্থান করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় আবারও দুই গ্রুপের মধ্যে বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় সংঘর্ষ হলে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং পৌরভবনে বহিরাগতদের ভিড় বাড়তে থাকে।

এক পর্যায়ে সোমবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে প্রশাসনের কর্মকর্তারা পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে মির্জা কাদেরের অনুসারী ও বহিরাগতদের পৌরভবন ছাড়তে ৫ মিনিটের সময় বেঁধে দিয়ে মাইকিং করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে মির্জা কাদেরের অনুসারীরা পৌরসভা ভবন ছেড়ে যেতে বাধ্য হন।

এ অভিযানে অংশ নেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. ফারুক, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক।

এই বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনাকালীন সময়ে প্রায় শতাধিক বহিরাগত ব্যক্তি এক সঙ্গে পৌরভবনে অবস্থান করায় তাদেরকে বের করে দেয়া হয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত সময়ের মধ্যে মুজিবনগরে স্থলবন্দর হবে : জনপ্রশাসনমন্ত্রী 
রুমা ও থানচির নিরাপত্তায় প্রশাসনের নতুন পদক্ষেপ
রাজউকের নতুন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান
হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ, পাওয়া যাবে যত টাকায়
X
Fresh