• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাটি খুঁড়তেই মিললো ১৫ কোটি টাকা মূল্যের মূর্তি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ০০:০৯
মাটি খুঁড়তেই মিললো ১৫ কোটি টাকা মূল্যের মূর্তি
মাটি খুঁড়তেই মিললো ১৫ কোটি টাকা মূল্যের মূর্তি

নওগাঁর ধামইরহাট থেকে ৬০০ কেজি ওজনের একটি চতুর্মুখ শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মূর্তিটির আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। শিবলিঙ্গ মূর্তিটি পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁর ধামইরহাট উপজেলার মাহমুদপুর গ্রামে আব্দুল আজিজ তার পুকুর খননের কাজ করছিলেন। পুকুর খননের সময় ১৩ শতকের ৬০০ কেজি ওজনের চতুর্মুখ একটি শিবলিঙ্গ পাওয়া যায়। এই চতুর্মুখ শিবলিঙ্গ মূর্তিটি একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গতকাল রোববার রাত ১০টার পর জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। এই মূর্তির আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম বলেন, এই মূর্তিটি পাথরের তৈরি। এটি অনেক মহামূল্যবান একটি পাথর।

আরএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরুন : পররাষ্ট্রমন্ত্রী
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
ক্রেতা সেজে সাত কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার করল পুলিশ
মার্কিন জাহাজে ফের হুতিদের হামলা
X
Fresh